জামালপুরের মাদারগঞ্জ হাসপাতালের ফার্মাসিস্ট করোনা রোগে আক্রান্ত জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ মোহাম্মদ শাহিন ,জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাাসিস্ট করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। তার বাড়ি টাংগাইল জেলার গোপালপুর উপজেলায় । বুধবার (৮ এপ্রিল) করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। এর আগে শনিবার (০৫ এপ্রিল) স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। উপজেলা নির্বাহী আমিনুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তি মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে চাকুরি করতেন। হাসপাতালের অবাসিক এলাকায় থাকতেন। ০৮ এপ্রিল থেকে গ্রামের সর্দি জ্বর ও কাশিতে আক্রান্ত হন। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পরীক্ষায় করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। জামালপুরের জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, আক্রান্ত ব্যক্তিকে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে স্থানান্তর করা হচ্ছে। সিভিল সার্জন মাহবুবুর রহমান আইসিডিডিআরবির কতৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন। ১৫৯ SHARES জেলার খবর বিষয়: