গফরগাঁওয়ে উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ল দুই তেলের ট্যাংক জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: হঠাৎ উড়ন্ত বিমান থেকে দুইটি তেলের ট্যাংক মাটিতে ছিটকে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়নে গয়েশপুর বটতলা ও বড়বড়াই গ্রামে। রবিবার দুপুর পৌনে ৩টার দিনে আকস্মিক এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যা সোয়া ৫টার দিকে ট্যাংক দুটি উদ্ধার করে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁওয়ের পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান। তিনি জানান, ট্যাংকগুলি উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা (সন্ধ্যা ৭টা) পর্যন্ত কোন বিমান থেকে ট্যাংক দুটি কেন বা কারণে ছিটকে পড়েছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। ওসি আরো জানান, ছিটকে পড়া তেলের ট্যাংক দুটির গায়ে লিখা রয়েছে জচ-৯৪৫ এবং খচ-৯৪৫। পুলিশ আরো জানায়, ধারনা করা যাচ্ছে ঋঞ৭ইএ৯৪৫ বিমান থেকে তেলের ট্যাংক দুটি যান্ত্রিক ক্রটির কারনে ছিটকে পড়ে গেছে। জানা যায়, রবিবার দুপুর পৌনে ৩টার দিকে স্থানীয় গয়েশপুর বটতলা ও বড়বড়াই গ্রামে দুইটি বস্তু উড়ন্ত বিমান থেকে পড়তে দেখে স্থানীয় লোকজন আতংকিত হয়ে পড়ে। কিন্তু এ সময় কোন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ট্যাংক দুটি উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাংক ছয় থেকে সাত ফুট লম্বা। সূত্র জানায়, আইএসপিআরের উর্ধতন কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শণ করলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। ৭৯ SHARES জেলার খবর বিষয়: