মুক্তাগাছায় দুর্গা মণ্ডপের প্রতিমা ভাংচুর জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯ মুক্তাগাছা পৌরসভাস্থ ঈশ্বরগ্রামে দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে বেশকিছু প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসী পচা (২৪) নামের এক হামলাকারী যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তিনি উপজেলার আদর্শপাড়া গ্রামের শমসের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগ্রামের স্বর্গীয় পুষ্প পূজা সংঘের উদ্যোগে দীর্ঘদিন থেকে সার্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিমা শিল্পীরা মূর্তি গড়ার কাজ করে বাড়ি চলে যান। বুধবার ভোরে স্থানীয়রা এসে দেখতে পান মণ্ডপে অবস্থিত গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙা অবস্থায় পরে আছে। স্বর্গীয় পুষ্প পূজা সংঘের সাধারণ সম্পাদক মনোজ কুমার দে জানান, ভাংচুর করা প্রতিমা দেখতে পেয়ে স্থানীয়দের ও পুলিশকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার। ওসি সাইফুল ইসলাম (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় টাকা লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাতে মামলা হয়েছে। মামলায় পচাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৪৯ SHARES জেলার খবর বিষয়: