তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ময়মনসিংহে কোতয়ালী ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে নগরীর বাইপাস মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানার নির্দেশে অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান সাদ্দাম। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজির মাহমুদ, সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদ সিদ্দিক, ছাত্রনেতা বাপ্পি, আলামিন, তৌহিদ, স্বাধীন, সৌরভ, শামীম, ড্যানি, সজীব,হৃদয়,তৌকির, সানী প্রমূখ। পরে বিক্ষোভকারীরা এক সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। # ২১১ SHARES ময়মনসিংহ জার্নাল বিষয়: