ত্রিশালে প্রার্থীর মৃত্যুতে পৌরসভার মেয়র পদে নির্বাচন বাতিল জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ মো.গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম এ এ এস আলম বাবলুর মৃত্যুতে মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে। ত্রিশাল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ত্রিশাল বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি এম,এ,এ,এস আলম (বাবলু) রবিবার ৩ জানুয়ারী সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর প্রেক্ষিতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মো. শফিকুল ইসলাম সোমবার (৪ জানুয়ারি) এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মেয়র প্রার্থীর মৃত্যুতে শুধুমাত্র ত্রিশাল পৌরসভার মেয়র পদের নির্বাচন বাতিল করা হয়েছে। তবে অন্য সব পদে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৫ SHARES ত্রিশাল বিষয়: