ময়মনসিংহে মামলা প্রত্যাহার দাবিতে মহানগর ছাত্রদলের বিক্ষোভ জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। বুধবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে নগরীর বাউন্ডারী রোড থেকে মিছিলটি শুরু হয়ে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইফতেখার আলম রাজু, শাহারিয়ার আলম সুমন, লামিম হাসান টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হক নজরুল, সাখাওয়াত হোসেন সৌরভ, শেখ সালাউদ্দিন, রাসেল হোসাঈন, রিপন মিয়া, গোবিন্দ রায়, নূর মো: রাজন, সোহাগ হাসান, সাজাদ্দুল ইসলাম মুকুল, ছাত্রনেতা নয়ন মিয়া, জাহাঙ্গীর, ফরিদ, অন্তর,সাদ্দাম, নয়ন, ইমন, মাসুদ, ফারাবী, বাবু, রিফাত, উল্লাস, আরিফ, ইসফাক, সৈয়দ আনান, শুভ,আল-আমিন প্রমূখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে সংগঠনের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম থানা, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, পলিটেকনিকেল কলেজ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনীতির ময়দান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সরিয়ে রাখার জন্য নিজেরা বাসে আগুন দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ২২৯ SHARES ময়মনসিংহ জার্নাল বিষয়: