ময়মনসিংহে উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবদল নেতারা। এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামছুল হক শামছু ও সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লব। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, রাজনীতির ময়দান থেকে বিএনপি নেতাদের সরিয়ে রাখার জন্য নিজেরা বাসে আগুন দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ৭৯ SHARES ময়মনসিংহ জার্নাল বিষয়: