-
বিড়ি শিল্পের উপর ট্যাক্স কমানোর দাবিতে জামালপুরে মানববন্ধন
-
মাদারগঞ্জে হোন্ডা মটরস্ শোরুমের শুভ উদ্বোধন
-
সরিষাবাড়ি মার্কেট ও পোল্টি ফার্ম বন্ধ করে দিলো দূবৃত্তরা
-
জামালপুরে কোভিড-১৯ টিকার উদ্বোধন
মিঠু আহম্মেদ,জামালপুর;
জামালপুরে বজ্রপাতে রাব্বি (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ওয়াজেদ (৩০) মরিচের টালে কাজ করার সময় আহত হয়। বৃস্পতিবার দুপুরে জামালপুর সদরের নাওভাঙ্গা চরের নিজবাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে হেড ফোন লাগিয়ে গানশোনার সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাব্বি চর নাওভাঙ্গা গ্রামের হোটেল শ্রমিক নজরুলের ছেলে। অপর জন ওয়াজিদ জঙ্গলদী গ্রামের বাদশা মিয়ার ছেলে। সে মরিচ টালে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তার হাত ও পা অবস হয়েগেছে।
স্থানীয়রা জানান, রাব্বি নিজ বাড়ির টিনসেড ঘরে বৃষ্টির সময় মোবাইল ফোন চার্জে দিয়ে হেড ফোন লাগিয়ে গান শোনাবস্থায় হঠাৎ করে বজ্রপাত ঘটলে সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওয়াজিদ তার মরিচের টালে বৃষ্টির সময় কাজ করাবস্থায় বজ্রপাত ঘটলে সে গুরুতর আহতবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply