ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ভরাট: থানায় অভিযোগ জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের চেষ্টায় মাটি ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: মামুনুর রশিদ। এনিয়ে দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মো: মামুনুর রশিদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই জমিটি নিয়ে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা জারী রয়েছে। কিন্তু প্রতিপক্ষের সিরাজুল, বাবুল, জসীম ও নজরুল নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৬ আগষ্ট জমিতে জোরপূর্বক মাটি ফেলে ভরাট করে। এতে বাধাঁ দিলে তারা আমাকে খুন জখমের হুমকি দিয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার এস.আই শহিদুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী হয়েছে। ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। ১৪৬ SHARES ময়মনসিংহ জার্নাল বিষয়: