সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ মো: সোলায়মান হোসেন হরেক , সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে ৩৫০ জন বেকার মৎস্যজীবীদের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দেন। তার আগে কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে হাসেন আলী দাখিল মাদ্রাসা মাঠে ৩০০ জন কর্মহীন দরিদ্রকে খাদ্যসামগ্রী দেয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। করোনাকালে কোনো মানুষ যাতে অনাহারে না থাকে, সেটি দেখার জন্য প্রতিটি নেতাকর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হল। যা সামনে অব্যাহত থাকবে বলেও তিনি বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র সুত্রধর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাছেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম,উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হুদা বজলু ছাত্রলীগ নেতা শরিফ আহাম্মেদ নিরব প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই ও হাত ধোয়ার সাবান। ১৭৬ SHARES জামালপুর বিষয়: