নেত্রকোনায় গৃহকর্মী হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা বারহাট্টা উপজেলায় কিশোরী গৃহকর্মী মারুফাকে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন হয়েছে। আজ (১৬ মে) শনিবার সকাল ১১ টার দিকে বারহাট্টা আলোকদিয়া ব্রীজ সংলগ্নে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, দরিদ্র পরিবারের এই শিশু সন্তানের নৃশংস হত্যাকারী সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে, এমন ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিংধা ইউপিঃ ভাইস চেয়ারম্যান সন্ধা রানী দাস এবং সর্বদলীও লোক ছিলো। উল্লেখ্য গত ৯ মে শনিবার সন্ধ্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের বাড়ি থেকে মারুফা (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। ১৮২ SHARES নেত্রকোনা বিষয়: