জামালপুরে পাঁচশত পরিবার পেল যুবদলের ঈদ সামগ্রী জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ মিঠু আহমেদ: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৫০০ পরিবার মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। আজ শুক্রবার সকাল ১১টার দিকে শহরের জরিনামিয়ার উদ্দিন স্কুল মাঠে জাতীয়বাদী যুবদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, সেমাই ও চিনি। দলীয় সুত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরামর্শক্রমে এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণে জামালপুর শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব জিয়াউল হক ও যুগ্মআহবায়ক রেজাউল করিম নিলুসহ জেলা ও শহর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। ১৩৮ SHARES জামালপুর বিষয়: