জামালপুরের মাদারগঞ্জে শহর যুবলীগ কৃষকের ধান ঘরে তুলে দিচ্ছে জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০ মোহাম্মদ শাহিন,মাদারগঞ্জকরোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছে মাদারগঞ্জ শহর যুবলীগ । বুধবার (২৯এপ্রিল) সকালে শহর যুবলীগ সভাপতি মাহবুব হাসান মিনহাজের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল পেৌর এলাকার বালিজুড়ী পুর্ব পাড়ার দরিদ্র কৃষক মাহফুল মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে দেন । এ মহামারির সময়ে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী। শহর যুবলীগ নেতা হাসানুজ্জামান সাগর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা মাদারগঞ্জ শহর যুবলীগ গ্রামের দরিদ্র প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এই ধান কাটা পূরো বোরো মৌসুম চলমান থাকবে। এছাড়াও আমরা সাধারন মানুষের পাশে থেকে তাদের নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছি। যেকোন দুর্যোগেে আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করে যাবে শহর যুবলীগ। ২১৫ SHARES জেলার খবর বিষয়: