দূর্বাচড়া ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরন জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ মোঃ আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর : ময়মনসিংহের গৌরীপুরে করোনায় কর্মহীন ও দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করেছে দূর্বাচড়া ফাউন্ডেশন। শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের দূর্বাচর গ্রামের শতাধিক পরিবারে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াঁজ, ২ কেজি আলো, ১ লিটার সয়াবিন ও চিনি ১ কেজি। স্থানীয়রা জানায়, করোনার দূর্যোগে দূর্বাচড়া ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সমন্বয়ক আমিনুল হক জানান, প্রথম দিকে ভেবে ছিলাম কাজটি অনেক কঠিন হবে। কিন্তু সকলের উদ্যমী প্রচেষ্টায় তা সফল ভাবে সম্ভব হয়েছে। দূর্বাচড়া ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী আশরাফুল আলম শাহীন বলেন, করোনার দূর্যোগে আমাদের এলাকার কোন মানুষ যেন অভুক্ত না থাকে সে লক্ষ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবার গুলোতে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চেষ্টা করছি। ২৮ SHARES জেলার খবর বিষয়: